বি৭১নি ডেস্ক : চট্টগ্রামে প্রথম টেস্টে জিতে উইন্ডিজদের বিপক্ষে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টকে কেন্দ্র করে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে স্বাগতিকরা। অনুশীলন শেষে মুমিনুল হক মন্তব্য করেন দ্বিতীয় টেস্টে জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশ দল।
তিনি বলেন, ‘আমি যেভাবে চিন্তা করি, বলতে গেলে জিম্বাবুয়ে সিরিজটা শেষ, ওয়েস্ট ইন্ডিজের সাথে ফার্স্ট টেস্টটাও শেষ। এখন আমাদের দ্বিতীয় টেস্টটা নতুন করে শুরু করতে হবে। তো আমরা দ্বিতীয় টেস্টটা জেতার জন্যই নামবো। যেসব জায়গায় আমাদের ল্যাকিংস ছিলো ওইসব জায়গায় ইমপ্রুভ করার চেষ্টা করবো। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; সব জায়গায়। ওইভাবেই দেখছি যে সামনে যেটা আছে সেটা নিয়ে চিন্তা করছি।’
ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন ইমরুল কায়েস। তার বদলে দলে এসেছেন নতুন মুখ সাদমান ইসলাম অনিক। ঢাকা টেস্টে সৌম্যর সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাদমানকে। এ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় যে আপনি প্রথম যে প্রশ্নটা করলেন, যে ঐটা আমি জানি না সাদমান খেলবে কী খেলবে না, এটা টিম ম্যানেজমেন্ট জানে। আর যেটা বললেন আমার কাছে প্রেশার, আল্লাহ না করুক যদি কলাপস করে আমার কাছে প্রেশার আসবে কি না। আপনি ক্রিকেট খেলবেন আপনার কাছে প্রেশার একটু আসবে আপনাকে প্রেশারটা নিতেই হবে। সবসময় চেষ্টা করি, প্রেশারটা ওভারকাম করার চেষ্টা করি। এভাবেই চিন্তা করি আপনারা যেভাবে চিন্তা করছেন কমপ্লিকেটেড, এরকম কমপ্লিকেটেড না করার চেষ্টা করি।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেন সাদমান। মুমিনুলও খেলেছেন তার সঙ্গে। সাদমান সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় যদি ও খেলে, খেলতে পারে আল্লাহর রহমতে আমার কাছে মনে হয় ভালো খেলতে পারবে ইনশাল্লাহ।’
প্রথম টেস্ট জিতে যাওয়ায় টাইগারদের সামনে আছে সফরকারীদের হোয়াইটওয়াশ করার সুযোগ। তবে মুমিনুল ভাবছেন ভিন্নভাবে। তার লক্ষ্য ম্যাচ জেতা। তিনি বলেন, আপনি যেটা বললেন হোয়াইট ওয়াশ করব সেটাই। ম্যাচ জেতার জন্য নামব যখন জিনিসটাতো হয়েই যাবে। আর আপনি যদি আগে থেকে চিন্তা করেন হোয়াইট ওয়াশ করব, হোয়াইট ওয়াশ করব তাইলে ফোকাসটা এই জায়গা থেকে সরে যাবে স্পেসেপিক জায়গা থেকে। আপনি যদি চিন্তা করেন ম্যাচ জেতার জন্য, অটোমেটিকলিই হয়ে যাবে। আপনারা অ্যানসারটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ।
৩০ তারিখ শুক্রবার থেকে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে চট্টগ্রামে ৬৪ রানে জিতে ১-০ এগিয়ে আছেন টাইগাররা।