• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গান শোনাবেন শাকিব খান

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৮

বি৭১নি ডেস্ক : এবারই প্রথম নয়, অভিনয়ের সুবাদে এর আগেও গানে কণ্ঠ দিয়েছিলেন ঢালিউডের নাম্বার ওয়ানখ্যাত চিত্রনায়ক শাকিব খান। মালেক আফসারীর ‘মনের জ্বালা’ চলচ্চিত্রে প্লেব্যাকের মধ্য দিয়ে গায়ক হিসেবে তার আত্মপ্রকাশ। দীর্ঘ সময় পর আবারও গানে কণ্ঠ দিতে যাচ্ছেন শাকিব খান।

এবার শাকিবের কণ্ঠে থাকবে পুঁথি পাঠের আদলে একটি গান। এটি থাকছে বরেণ্য পরিচালক কাজী হায়াৎ-এর ৫০তম চলচ্চিত্র ‘বীর’-এ। শুধু তাই নয়, এ ছবির প্রযোজক হিসেবেও পাওয়া যাবে দুই বন্ধু শাকিব খান ও মোহাম্মদ ইকবালকে।

প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘অনেক চমক নিয়ে আমরা আসছি। এখনই সব বলবো না। এই ছবিতে শাকিব খানের কণ্ঠে একটি অন্যরকম গান থাকবে। আর ছবির নায়িকা নির্বাচনেও থাকছে বিশেষ চমক।’

জানা গেছে, ‘বীর’ পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্যও তৈরি করেছেন কাজী হায়াৎ নিজেই। আগামী সপ্তাহে মগবাজারের একটি স্টুডিওতে এই পুঁথি পাঠের রেকর্ড হবে। এটি ২০১৯ সালে শাকিব খানের প্রথম চলচ্চিত্রের কাজ হবে। সমসাময়িক মাদক সন্ত্রাস আর বাস্তবধর্মী কিছু প্রেক্ষাপট নিয়ে ছবির গল্প গড়ে উঠেছে বলে জানা গেছে।