• ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রংপুরে স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে গলা কেটে হত্যা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
রংপুরে স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে গলা কেটে হত্যা

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে এক বীর মুক্তিযোদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারাগঞ্জ থানার ওসি ফারুখ আহমেদ জানান, রবিবার বেলা ১১টায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

মৃত দুজন হলেন– যোগেশ চন্দ্র বর্মণ (৮০) এবং তার স্ত্রী সুবর্ণা রানী (৬৫)।

তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত জানান, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্মণ ও তার স্ত্রী সুবর্ণা রানীকে শনিবার রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে। ঘটনাস্থলে গেলে এলাকাবাসী জানিয়েছেন, বাড়ি থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে তারা দেয়াল টপকে বাসায় ঢুকে গলাকাটা মরদেহ দেখতে পান। এরপর ঘটনাটি জানাজানি হলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে তারাগঞ্জ থানা থেকে পুলিশও সেখানে গেছে।

তিনি আরও জানান, নিহত যোগেশ চন্দ্র বর্মণ স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও ছিলেন। কিন্তু কারা কী কারণে তাদের হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তারাগঞ্জ থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে।