• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দুই পাকিস্তানি ছাত্রকে ‘জঙ্গি’ বানালো দিল্লি পুলিশ

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৭, ২০১৮

বি৭১নি ডেস্ক :
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ছবি ও এর সঙ্গে দেয়া ভুল তথ্য কোনরকম যাচাই-বাছাই না করেই দুই পাকিস্তানি ছাত্রকে ‘জঙ্গি’ দাবি করেছে দিল্লি পুলিশ। তাদেরকে ধরিয়ে দেয়ার জন্য সাহায্য করার আহ্বান জানিয়ে বিভিন্ন জায়গায় তাদের ছবি সম্বলিত পোস্টারও লাগিয়ে দেয়া হয়েছিল প্রসাশনের পক্ষ থেকে। পরে দিল্লি পুলিশের এ দাবিকে প্রত্যাখ্যান করে পাকিস্তানের পক্ষ থেকে তাদরে পরিচয় প্রকাশ করা হলে এই ভুল ধরা পড়ে।
এই বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, ছবিতে যাদের দেখা গেছে তাদের একজন তৈয়ব এবং অপরজন নাদিম। তারা জঙ্গি নন, দু’জনই ছাত্র। তারা পাকিস্তানেই আছেন এবং তারা কখনোই ভারতে যাননি। দিল্লি পুলিশ তাদের যে ছবি প্রকাশ করেছে সেটি তাদের লাহোরে ইজতেমা চলার সময় ওয়াগা সীমান্তে পতাকা উত্তোলনের সময়তোলা।
ফয়সালাবাদের জামিয়া তালিমত-ই-ইসলামিয়া মাদ্রাসার প্রধান ওই দুইজনকে তাদের ছাত্র বলে নিশ্চিত করে জানিয়েছেন, তাদের ছাত্ররা কোন রাজনৈতিক কিংবা ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত নয়। প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া তারা বাইরেও যেতে পারেনা।
ধারণা করা হচ্ছে, তারা ছবিটি ‘হোয়াটস অ্যাপ’ এ শেয়ার করলে কেই সেটি নিয়ে মজা করার জন্য কিছু এডিট করে মিডিয়ায় ছড়িয়ে দেয়। পুলিশও হুজুগে মেতে তথ্যের উৎস অনুসন্ধান না করেই তাদেরকে ‘জঙ্গি’ বানিয়ে দেয়।