বি৭১নি ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দল থেকে ছিটকে পড়লেন বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। উইন্ডিজদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে কাঁধে এবং গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। এই ইনজুরির কারণেই দল থেকে বাদ পড়েন ইমরুল কায়েস।
ইমরুল কায়েসের পরিবর্তে ঢাকা টেস্টের দলে রাখা হয়েছে সাদমান ইসলামকে। এর আগে চট্টগ্রাম টেস্টের দলেও ছিলেন তিনি। যদিও একাদশে সুযোগ পাননি। আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকা টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করে।
প্রথম টেস্টে বাংলাদেশ জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে স্বাগতিকরা। ব্যাটিংয়ে মুমিনুল হক ও বোলিংয়ে অভিষিক্ত নাঈম হাসান ও তাইজুল ইসলামের অসাধারণ নৈপুণ্যে প্রথম বাংলাদেশ জয় পায় ৬৪ রানে।
বাংলাদেশ টেস্ট দল : সাকিব আল হাসান, খালেদ আহমেদ, আরিফুল হক, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মমিনুল হক, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাইম হাসান ও সাদমান ইসলাম।