• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘লকডাউন’ ঘিরে রাজধানীজুড়ে সতর্কতা ও উদ্বেগ বিরাজ

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫
‘লকডাউন’ ঘিরে রাজধানীজুড়ে সতর্কতা ও উদ্বেগ বিরাজ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে সতর্কতা ও উদ্বেগের আবহ বিরাজ করছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই ঢাকার সড়কগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম।

গণপরিবহন সীমিত আকারে চললেও অধিকাংশ বাসেই যাত্রী সংখ্যা ছিল খুবই কম। ব্যক্তিগত গাড়ি ও রাইডশেয়ারিং যানবাহনের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় অনেক কম দেখা গেছে। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা ছিল, তবু ছাত্র-ছাত্রীদের উপস্থিতি অর্ধেকের নিচে।

সকালে গুলিস্তান, মতিঝিল, শাহবাগ, কাকরাইল, ফার্মগেট, সায়েন্সল্যাব ও কারওয়ানবাজার ঘুরে দেখা গেছে—সড়কগুলোতে মূলত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে, বাস বা ট্রাকের সংখ্যা নগণ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে টহল দিচ্ছে, যাতে কোনো নাশকতা বা সহিংসতা না ঘটে।

জামায়াতসহ আটটি রাজনৈতিক দল ও এনসিপি গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজপথে থাকলেও বিএনপি এখনো সরাসরি কর্মসূচিতে নেই। তবে তারা সম্ভাব্য যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।

রাজধানীর গভঃ ল্যাবরেটরি স্কুলের এক অভিভাবক বলেন, “পরিস্থিতি অনিশ্চিত মনে হওয়ায় আজ সন্তানকে স্কুলে পাঠাইনি।”

অন্যদিকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রোগীর স্বজন আজিজুল হক জানান, “মায়ের চিকিৎসার জন্য উত্তরা থেকে এসেছি। যদিও রাস্তায় কোনো ঝামেলা পাইনি, তবু সারাক্ষণ ভয় কাজ করেছে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন নির্ধারণকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজধানীতে ‘লকডাউন’ কর্মসূচির ডাক দেন। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দলীয় কর্মীরা হঠাৎ করে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় বলে জানা গেছে।

গত কয়েকদিনে ঢাকায় অন্তত ১০টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকার বাইরেও বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে—ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে আগুনে দগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এসব ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগকে দায়ী করেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির নেতারা এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, “এটি আমাদের বিরুদ্ধে অপপ্রচার।”