• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ‘আমরণ অনশন’ স্থগিত

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ‘আমরণ অনশন’ স্থগিত

গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া ‘আমরণ অনশন’ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষকদের মোর্চাভুক্ত সংগঠন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, উপদেষ্টা মহোদয় ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের দাবিদাওয়া পূরণে কাজ করছেন বলে জানিয়েছেন এবং পে কমিশনের সঙ্গে আলোচনার সুযোগ করে দেওয়ারও আশ্বাস দিয়েছেন।

আনিসুর রহমান আরও উল্লেখ করেন, বর্তমানে প্রেসক্লাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচি চলায় প্রাথমিক শিক্ষকদের অনশন শুরু হলে ‘বড় ঝামেলা সৃষ্টি হবে’ বলে তাদের আশ্বস্ত করা হয়। ‘সার্বিক বিবেচনায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অনশন কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন,’ বলেন আনিসুর রহমান।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ প্রধানত তিনটি দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছিল, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন, এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়া।