বি৭১নি ডেস্ক : অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে ১৩ জনকে আটক করেছে বিজিবি। বুধবার দিবাগত রাতে উপজেলার কাজিয়াতলি সীমান্ত এলাকা থেকে ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন- চিত্ত দাস (৪০), সমুন দাস (৫২), সুস্মিতা দাস (১৯), গোপাল জলদাস (৪০), মৃদুল দাস (৫৫), রূপালী দাস (৪০), শ্রীকান্ত দাস (১৮), প্রশান্ত দাস (২০), কিশান্ত দাস (১৯), রণী গোপাল দাস (৪৮), তাহের মিয়া (৫২), মো. ইব্রাহিম (২৭) ও মো. রোমান (২০)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে।
বিজিবি সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে ওই ১৩ জন অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরে বুধবার দিবাগত রাতে কাজিয়াতলি সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ফেরার সময় তাদেরকে টহলরহ স্থানীয় গোষাইস্থল বর্ডার আউটপোস্টের (বিওপি) সদস্যরা আটক করেন।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বি৭১নি/জেএ/বিনিডে