বি৭১নি ডেস্ক : কলকাতা ওয়ারিয়র্স অ্যাথলেটিক ক্লাবকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে নারী হকি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঢাকা একাদশ ৩-০ গোলে হারিয়েছে কলকাতার দলটিকে।
গোল করেছেন ফেরদৌস জয়িতা, নমিতা কর্মকার ও নাদিরা। জয়িতা গোল করেছেন প্রথম কোয়ার্টারে, নমিতা দ্বিতীয় কোয়ার্টারে এবং নাদিরা চতুর্থ কোয়ার্টারে। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক মেয়েরা জিতেছিল ২-০ গোলে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শনিবার।
নারী হকিতে এখনো জাতীয় দল হয়নি বাংলাদেশের। সত্তরের দশকে মেয়েরা হকি খেললেও তা ছিল ঘরোয়াভাবে। কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। দীর্ঘ বিরতির পর আবার নারী হকির চর্চা শুরু হয়েছে। জাতীয় গঠনের পরিকল্পনা মাথায় রেখেই কলকাতার দলটিকে আতিথেয়তা দিয়ে সিরিজ খেলছে বাংলাদেশ। ঢাকা একাদশের মোড়কে আসলে বাংলাদেশের মেয়েদের জাতীয় দলটিই খেলছে এ সিরিজ।
অন্য দিকে কলকাতা ওয়ারিয়র্সেও আছেন ভারতের বিভিন্ন অঞ্চলের মেয়েরা। এ সিরিজের মধ্যে দিয়ে ভারতের মেয়েদের বিরুদ্ধে একটা এসিড টেস্টই হয়ে গেলো বাংলাদেশের।
প্রথম ম্যাচের চেয়ে আরো বড় জয়-স্বাভাবিকভাবেই খুশি বাংলাদেশের মেয়েরা। তিন গোলদাতা জয়িতা, নমিতা ও নাদিরা ম্যাচের পর ম্যাচের পর বলেছেন,‘আমরা চেষ্টা করেছি ভালো খেলতে। আমাদের গোলে দল জিতেছে এ জন্য দারুণ খুশি।’
বি৭১নি/জেএ/বিনিডে