• ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সূত্রাপুরে বাসায় আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

bijoy71news
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
সূত্রাপুরে বাসায় আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে একটি বাসায় আগুনে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধের ঘটনায় রোকন (১৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।

রোকন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন মঙ্গলবার (১৬ জুলাই) রাত পৌনে তিনটার দিকে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

শাওন বিন রহমান বলেন, “তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকিদের (৩ জন) অবস্থাও আশঙ্কাজনক। তারা চিকিৎসাধীন রয়েছেন।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটে।