বি৭১নি ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সরকারি কাজে বাধা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আমিনুল হক এ আদেশ দেন।
জানা গেছে, এ মামলায় উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিন নিয়েছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপি ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা। যার মেয়াদকাল ছিল গতকাল ৬ নভেম্বর পর্যন্ত। আজ আদালতে ২৭ নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এ সময় কোর্ট প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, অবিলম্বে তাদের মুক্তি দেয়াসহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
বি৭১নি/জেএ/বিনিডে