• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনাসদস্য নিহত

bijoy71news
প্রকাশিত জুন ২৮, ২০২৫
পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনাসদস্য নিহত

পাকিস্তানে আবারও সন্ত্রাসীরা সেনাসদস্যদের ওপর হামলা চালিয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার (২৮ জুন) আত্মঘাতী হামলা হয়েছে। এতে ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন। বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক-ভর্তি গাড়ি দিয়ে একটি সামরিক কনভয়ে ধাক্কা দেয়। এতে বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন সেনাসদস্য এবং ১৯ জন বেসামরিক লোক।

পুলিশের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, বিস্ফোরণে দুটি বাড়ির ছাদ ধসে পড়েছে। এতে ছয়জন শিশু আহত হয়েছে।

এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এলাকাটিতে প্রায় হামলা চালায় দেশটিতে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।