• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শুরুতেই সব উইকেট হারিয়ে থেমে গেলো বাংলাদেশ

bijoy71news
প্রকাশিত জুন ২৬, ২০২৫
শুরুতেই সব উইকেট হারিয়ে থেমে গেলো বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষটির দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। তবে এদিন খেলার শুরুতেই নিজেদের প্রথম ইনিংসের সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রানে থেকে গেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ জুন) কলম্বোর সিংহলিজ ক্রিকেট গ্রাউনন্ডে দ্বিতীয় দিনের খেলায় নেমেছে দুদল। প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধন্তু নিযেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ গতকাল ৮ উইকেট হারিয়ে ২২০ রানে মাঠ ছেড়েছিল।

আগের দিনের অপরাজিত থেকে মাঠ ছাড়া তাইজুল ইসলাম ৬০ বলে ৫টি চারে ৩৩ রানের ইনিংস খেলেন।

শ্রীলংকান বোলারদের মধ্যে আসিথা ফার্নোন্দোও সোনাল দিনুশা সর্বোচ্চ ৩টি করে উইকেট পান।