• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন জনকে ফাঁসি দিলো ইরান

bijoy71news
প্রকাশিত জুন ২৫, ২০২৫
গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন জনকে ফাঁসি দিলো ইরান

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। বুধবার দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের একদিন পরই এ ঘটনা ঘটে। -খবর এএফপির।

বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে দেশের ভেতরে অস্ত্র ও সরঞ্জাম ঢোকানোর চেষ্টা করেছিলেন। ইসরায়েলের সহযোগিতায় এসব কাজ করা হয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, বুধবার সকালে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিচার বিভাগের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ায়, তুরস্ক সীমান্তের কাছাকাছি, ফাঁসি কার্যকর করা হয়েছে।