• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইসরায়েলে টানা বেজে চলছে সাইরেন

bijoy71news
প্রকাশিত জুন ২৩, ২০২৫
ইসরায়েলে টানা বেজে চলছে সাইরেন

পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার একদিন পর সোমবার (২৩ জুন) ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এতে দেশটিতে টানা বেজে চলছে সাইরেন। আর একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। এসময় তেল আবিবে নিরাপদ আশ্রয়ের দিকে যেতে দেখা যায় অনেককে।

ইসরায়েলের ওয়াইনেট সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে।

টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে, দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে গোলযোগ দেখা দিয়েছে। ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন বলছে, বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তাবাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে।

সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনের খবর বলছে, গত ১৩ জুন হামলা শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের।