• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইরানে ৬টি বিমানবন্দরে হামলা, ১৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি

bijoy71news
প্রকাশিত জুন ২৩, ২০২৫
ইরানে ৬টি বিমানবন্দরে হামলা, ১৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি

ইরানের ৬টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে দেশটি।

সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, তারা ইরানের ৬টি বিমানবন্দরে হামলা চালিয়েছে এবং সেখানে ১৫টি বিমান ধ্বংস করেছে, পাশাপাশি রানওয়ে ও ভূগর্ভস্থ বাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইডিএফ আরও জানায়, পশ্চিম, পূর্ব ও মধ্য ইরানে অবস্থিত এসব বিমানবন্দরে তারা ড্রোন হামলা চালায়। ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে রয়েছে, এফ-১৫ এবং এফ-৫ যুদ্ধবিমান, একটি রিফুয়েলিং প্লেন এবং একটি এএইচ-১ কোবরা অ্যাটাক হেলিকপ্টার।

এই হামলা কখন চালানো হয়েছে, এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি ইসরায়েল। এ ছাড়া ইরান এই হামলার সত্যতা এখনো নিশ্চিত করেনি।