• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানির দাম

bijoy71news
প্রকাশিত জুন ২৩, ২০২৫
আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানির দাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। ইরানে মার্কিন হামলার পর সপ্তাহের প্রথম লেনদেনের দিনেই দাম বাড়ে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির তথ্যমতে, বিশ্ববাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেন্ট ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম শুরুর দিকে তিন শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল প্রতি ৭৯ ডলারের ওপরে উঠেছে। মার্কিন হামলার পর থেকেই ধারণা করা হচ্ছিল যে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বাজারে তেলের দাম বাড়বে।

এদিকে এশিয়ার শেয়ারবাজারগুলোও কয়েক ঘণ্টার মধ্যে খুলে যাবে, এবং সেখানকার বাজারেও অস্থিরতা দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধের আলোচনাও প্রভাব ফেলেছে তেলের বাজারে। বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে, তেলের দাম বেড়ে যাবে এবং চীন, ভারত ও জাপানের মতো বড় আমদানিকারক দেশগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।