• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শঙ্কিত ইসরায়েল, ইরানে পাহাড়ের নিচে পারমাণবিক স্থাপনা

bijoy71news
প্রকাশিত জুন ১৭, ২০২৫
শঙ্কিত ইসরায়েল, ইরানে পাহাড়ের নিচে পারমাণবিক স্থাপনা

চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরানের গভীর পাহাড়ের নিচে নির্মিত ফোর্ডো পারমাণবিক স্থাপনা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়াখিয়েল লেইটার। তিনি বলেছেন, “ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনাকে আকাশপথ থেকে ধ্বংস করতে সক্ষম একমাত্র দেশ হলো যুক্তরাষ্ট্র।”

সোমবার (১৬ জুন) মেরিট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াখিয়েল এ দাবি করেন।

মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ইয়াখিয়েল লেইটারের ভাষ্য, ফোর্ডোকে যদি আকাশপথ থেকে ধ্বংস করতে হয়, তাহলে সেটা করতে পারবে কেবল যুক্তরাষ্ট্রের কাছে থাকা নির্দিষ্ট ধরনের বোমা। এটি সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত সিদ্ধান্ত। তারা চায় কিনা সেই পথ অনুসরণ করতে।

তবে একবারের আঘাতে ফোর্ডো ধ্বংস করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সিএনএনের সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটন বলেন, “আমি বারবার আঘাত হানার ওপর ভরসা রাখব।”

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, উত্তর ইরানের কোম শহরের কাছে অবস্থিত ফোর্ডো স্থাপনাটি পাহাড়ের নিচে ৮০-৯০ মিটার গভীরে নির্মিত বলে ধারণা করা হয়। সেখানে উন্নত মানের সেন্ট্রিফিউজ বসানো হয়েছে, যা উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম।