• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে শুরু হচ্ছে হাজী তেরা মিয়া ৪র্থ প্রাথমিক মেধাবৃত্তি প‌রিক্ষা

bijoy71news
প্রকাশিত জুন ১২, ২০২৫
বিশ্বনাথে শুরু হচ্ছে হাজী তেরা মিয়া ৪র্থ প্রাথমিক মেধাবৃত্তি প‌রিক্ষা

নিজস্ব প্রতিবেদক
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হতে যাচ্ছে হাজী তেরা মিয়া ৪র্থ প্রাথমিক মেধাবৃত্তি ২০২৫। এ বছর মেধাবৃত্তির পরিসর আরও বাড়ানো হয়েছে। খাজাঞ্চি ইউনিয়নের সব প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি উপজেলার অন্যান্য ১০টি বিদ্যালয়সহ মোট ৩০টি বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

আগামী ২০ জুন থেকে মেধাবৃত্তিতে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবে। এছাড়া ০১৭১৪৬৮৫১৬৫ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিস্তারিত জানা ও ফরম সংগ্রহ করা যাবে।

এ বছর বৃত্তির বিভিন্ন দিক আরও আকর্ষণীয় করা হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ও বৃত্তির নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি করা হবে। মেধাবৃত্তিতে উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। বাংলা, গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে চারটি পরীক্ষা একই দিনে নেওয়া হবে। পরীক্ষার দিন শিক্ষার্থীদের টিফিনের ব্যবস্থা থাকবে।

প্রাথমিক শিক্ষানীতি ও সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষাকেন্দ্রে শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, সমাজসেবক, রাজনীতিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পরীক্ষা অনুষ্ঠিত হবে খাজাঞ্চি ইউনিয়নের যেকোনো একটি প্রতিষ্ঠানে। আগামী নভেম্বর মাসে পরীক্ষা ও ডিসেম্বর মাসে বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। পরীক্ষার ফলাফল গণমাধ্যমে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক অরাজনৈতিক ও আর্ত মানবতা সেবায় নিয়োজিত সংগঠন সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে চতুর্থবারের মতো এ মেধাবৃত্তির আয়োজন করছে। ট্রাস্টের বাংলাদেশ কমিটির সদস্য ও দায়িত্বশীলরা বৃত্তি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করছেন।

বৃত্তি বিষয়ে বিস্তারিত জানতে পরীক্ষা সমন্বয়কের সঙ্গে যোগাযোগ করা যাবে (০১৭৫১৯৪২০৩৫)।