• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মেট্রোরেল ভ্রমণে যাত্রীদের মাস্ক পড়ার অনুরোধ

bijoy71news
প্রকাশিত জুন ৯, ২০২৫
মেট্রোরেল ভ্রমণে যাত্রীদের মাস্ক পড়ার অনুরোধ

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের মাস্ক পড়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৯ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘করোনা সংক্রমণ এড়াতে মেট্রোরেলে ভ্রমণকারী সম্মানিত যাত্রীসাধারণকে মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

রোববার স্বাস্থ্য অধিদফতর জানায়, একদিনে ৪৩ জনের পিসিআর ল্যাব টেস্টে ২ জনের দেহে করোনা ধরা পড়েছে। গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজন মারাও গেছেন।