• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফকে আটক করলো জনতা

bijoy71news
প্রকাশিত জুন ৪, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে উত্তেজিত জনতার রোষানল থেকে রক্ষায় ওই বিএসএফ সদস্যকে হেফাজতে নিয়েছে বিজিবি।

বুধবার (৪ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুরটেক সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

বিজিবি অধিনায়ক জানিয়েছেন, বুধবার সকাল ৮টার দিকে জোহরপুর সীমান্ত দিয়ে বিএসএফ সদস্য গণেশ মূর্তি বাংলাদেশ ভূখণ্ডে চলে আসেন। এ সময় স্থানীয় জনতা তাকে ধরে ফেলেন। মুহূর্তের মধ্যে সেখানে অনেক মানুষ জড়ো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে জনরোষ থেকে বাঁচাতে ওই বিএসএফ সদস্যকে নিজেদের হেফাজতে নেয়।

বিজিবি অধিনায়ক ফাহাদ মাহমুদ রিংকু বলেন, আইনানুগভাবে ওই বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ফেরত দেওয়ার পর বিস্তারিত জানানো হবে।