• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুরানা পল্টনে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

bijoy71news
প্রকাশিত জুন ২, ২০২৫
পুরানা পল্টনে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরানা পল্টনের একটি ১০ তলা ভবনের ৬ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২ জুন) সকাল ৬টা ৫৫ মিনিটে এই আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

রাশেদ বিন খালেদ জানান, আজ ৭টা ১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চেষ্টায় ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এই ডিউটি অফিসার।