বি৭১নি ডেস্ক : লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু থেকে ১৪ লাখ ৬৮ হাজার ভারতীয় রুপিসহ আবু সালেহ (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়।
আটক আবু সালেহ রাজধানী ঢাকার ফার্মগেট তেঁজকুনিপাড়া ১৬৩/৬ এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি একজন কাপড় ব্যবসায়ী।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় আবু সালেহের শরীরে ও ট্রাভেল ব্যাগ থেকে ১৪ লাখ ৬৮ হাজার ভারতীয় রুপি উদ্ধার করে পুলিশ।
লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আবু সালেহকে জিজ্ঞসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
বিনি/জেএ/বিনিডে