• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নাম পরিবর্তন হলো ৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানের

bijoy71news
প্রকাশিত মে ২৯, ২০২৫
নাম পরিবর্তন হলো ৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানের

এবার দেশের ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব আলম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। পরিবর্তিত নামগুলো মূলত সংশ্লিষ্ট এলাকার নামে নামকরণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এই নামগুলো পরিবর্তন করা হয়েছে।

এর আগে আরও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার।