• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইশরাককে মেয়র ঘোষণা করতে এবার ‘ব্লকেড’ ঘোষণা

bijoy71news
প্রকাশিত মে ১৮, ২০২৫
ইশরাককে মেয়র ঘোষণা করতে এবার ‘ব্লকেড’ ঘোষণা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার দাবিতে লাগাতার কর্মসূচি চলছে। ‘ঢাকাবাসীর’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়েছেন ইশরাক হোসেনের কর্মী, সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ ভোটাররাও। এই বিক্ষোভ কর্মসূচি থেকে সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘ব্লকেড’ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৮ মে) ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালে এই ঘোষণা দেওয়া হয়।

ঢাকাবাসীর পক্ষে কর্মসূচি ঘোষণা করেন মশিউর রহমান। তিনি বলেন, “নগর ভবনের কার্যক্রম বন্ধ রাখার জন্য আমরা এখানে অবস্থান করব। সোমবার নগর ভবনে ‘ব্লকেড’ কর্মসূচি চলমান থাকবে।”

এসময় ইশরাক সমর্থকদের ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’ এমন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে সকাল থেকেই নগর ভবনে সেবা নিতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। কেউ এসে দীর্ঘ সময় অপেক্ষাও করছেন।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে টানা ৪ দিন ধরে চলছে আন্দোলন। নগর ভবনের প্রধান ফটকও বন্ধ করে দিয়েছে ইশরাকপন্থীরা। আন্দোলনের শুরু থেকেই অচল অবস্থায় পড়ে আছে নগর ভবনের কার্যক্রম। ফলে ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না সেবাগ্রহীতারা।