• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বসতঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু

bijoy71news
প্রকাশিত মে ১৫, ২০২৫
বসতঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু

জামালপুরের মেলান্দহে আগুনে পুড়ে অজুফা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৫টার দিকে মেলান্দহ বাজার সংলগ্ন সুইপার কলোনীতে এ ঘটনা ঘটে। নিহত অজুফা ওই এলাকার হেবা মন্ডলের স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন অজুফা। ভোররাতে তার ঘরে আগুন লাগে। এতে তার ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। বাড়ির আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতরে অজুফাকে মৃত অবস্থায় দেখে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

সুইপার কলোনির জয় হরিদাস বলেন, “ভোর ৪টার দিকে ওই বৃদ্ধার ঘরে আগুন জ্বলতে দেখে কলোনির সবাইকে জানাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।”

মেলান্দহ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আনোয়ার হোসেন বলেম, “ভোরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ ও বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কুপি বাতি অথবা মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।”

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, আগুন লেগে একজন বৃদ্ধ মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।