• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তিন দাবি নিয়ে সড়ক অবরোধ ‘জুলাই আন্দোলনে’ আহতদের

bijoy71news
প্রকাশিত মে ১০, ২০২৫
তিন দাবি নিয়ে সড়ক অবরোধ ‘জুলাই আন্দোলনে’ আহতদের

তিন দাবি নিয়ে রাজধানীর শ্যামলীর শিশুমেলা মোড়ে ৬ ঘণ্টা সড়ক ধরে অবরোধ করে আন্দোলন করছেন ‘জুলাই আন্দোলনে’ আহতরা। এতে ওই এলাকায় তীব্র যানজটের দৃষ্টি হয়েছে।

শনিবার (১০ মে) দুপুর ১টা থেকে আন্দোলনকারীরা শিশুমেলা মোড়ে সড়কের ২ পাশে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ চালিয়ে যান।

এদিকে অবরোধের কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। কেউ ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকেন, কেউবা গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন হেঁটে চলতে।

এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম বলেন, “আন্দোলনকারীরা প্রথমে পুরো রাস্তা আটকে দেয়। পরে আমরা তাদের সঙ্গে কথা বলে এক পাশ উন্মুক্ত করে কিছু যানবাহন চলাচলের ব্যবস্থা করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।”

এর আগে বৃহস্পতিবার (৭ মে) রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। পরদিন শুক্রবার (৯ মে) তারা মঞ্চ বানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো,
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলীয় বিচারের বিধান যুক্ত করতে হবে।
৩. ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করতে হবে।