• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লিচুর বিচি গলায় আটকে দেড়বছরের শিশুর মৃত্যু

bijoy71news
প্রকাশিত মে ৬, ২০২৫
লিচুর বিচি গলায় আটকে দেড়বছরের শিশুর মৃত্যু

যশোরের মনিরামপুরে লিচুর বিচি গলায় আটকে মায়াজ হাসান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) সন্ধ্যার দিকে মনিরামপুর পৌরসভার জুড়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মায়াজ জুড়ানপুর কাজী পাড়ার গ্রামের আইনুল হকের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সোমবার বিকেল ৫টার দিকে বাবার সঙ্গে বসে শিশু মায়াজ লিচু খাচ্ছিল।

এ সময় অসাবধানতাবশত লিচুর বিচি মুখে দিলে তা গলায় আটকে যায়। এ সময় শিশুর মুখ কালো হয়ে যায় এবং সে নিশ্বাস নিতে পারছিল না। পরে পরিবারের সদস্যরা তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করে। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কুয়াদা বাজারে পৌঁছালে শিশু মায়াজ মারা যায়।

শিশু মায়াজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।