• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৬০ দিনের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশের কথা জানালেন শিক্ষা উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫
৬০ দিনের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশের কথা জানালেন শিক্ষা উপদেষ্টা

চলতি এসএসসি ও সমমান পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় শিক্ষা উপদেষ্টা আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজবের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা হচ্ছে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান, তারা যেন কোনো গুজবে কান না দেয়।

সারা দেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা।

এ বছর এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষা চলার সময় ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।