• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রশ্নফাঁসের তথ্য ফাঁসকারীদের শিক্ষা উপদেষ্টার হুশিয়ারি

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫
প্রশ্নফাঁসের তথ্য ফাঁসকারীদের শিক্ষা উপদেষ্টার হুশিয়ারি

কোনো প্রকার যাচাই-বাছাই না করে প্রশ্নফাঁসের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে তার দায় ওই ব্যক্তিকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি বলেছেন, “পরীক্ষা এমন একটা বিষয়, যা অনেক প্রস্তুতির পর নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থী-অভিভাবকদের মানসিক চাপ তৈরি হয়।”

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রশ্নফাঁস নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সি আর আবরার বলেন, “আমরা আশা করব, তারা এসব থেকে বিরত থাকবেন। আমার রাজনৈতিক অবস্থান যাই থাকুক না কেন দেশের মঙ্গলের জন্য এসব থেকে বিরত থাকবেন।”

শিক্ষা উপদেষ্টা বলেন, “প্রশ্নফাঁসের তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে জানাতে হবে। যাতে তারা যাচাই-বাছাই করতে পারে। কিন্তু আপনি একটা বিষয় পেলেন সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলেন এবং তার দায়দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তাই আমাদের আবেদন থাকবে আপনারা এসব থেকে বিরত থাকবেন।”