গাজীপুর জেলার শ্রীপুরের সাত খামাইর রেল স্টেশনের কাছে জামালপুরগামী চলন্ত মহুয়া এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকা-ের ঘটনা ঘটে। ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন লাগলে সাতখামাইর স্টেশনের কাছে ট্রেনটি থামানো হয়।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে আগুন লাগে।
ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে কেউ হতাহত হয়নি। তবে, এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেল রুটে তাৎক্ষণিক ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের ইনকিলাবকে জানান, বৃহস্পতিবার সকালে ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকা-ময়মনসিংহ রেল রুট দিয়ে শ্রীপুর রেল স্টেশন অতিক্রমের পরপর সাত খামাইর স্টেশনের কাছে গেলে ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। সাতখাইর স্টেশনটি বন্ধ থাকায় সেখানে তাৎক্ষণিক যোগাযোগের করা সম্ভব হয়নি। পরে বিষয়টি ঢাকায় জানানো হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার রেজাউল করিম জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ জানান, আগুন লাগার পর পর ট্রেনটি সাতখামাইর স্টেশনের কাছে থামিয়ে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। পাওয়ার কারে কোন মানুষ থাকে না। তাই এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।