• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৫
ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

ভারতে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটেছে। এতে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে গুজরাটের বানাসকান্থা জেলায় একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে।

এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির তথ্যমতে, কারখানাটিতে বিকট বিস্ফোরণ হয়। এরপর আগুন ধরে যায়। নারকীয় বিপর্যয়ের মধ্যে অনেকেই হতাহত হয়।

জেলা কালেক্টর মিহির প্যাটেল জানিয়েছেন, এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। নিহতদের ১৯ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। বাকি দু‍‍`জনের পরিচয় জানার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

নিহতরা সবাই মধ্যপ্রদেশের হরদা ও দেওয়াস জেলার বাসিন্দা বলেও জানান এই কর্মকর্তা। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে শ্রমিকদের দেহের অংশ ২০০-৩০০ মিটার দূরে গিয়ে পড়ে।

এর আগে, সোমবার (৩১ মার্চ) রাতে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে চার শিশুসহ একই পরিবারের ৮ জন মারা যায়।