ঠাকুরগাঁওয়ে গভীর রাতে সরকারি চাল চুরির সময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২৮ মার্চ) দিবাগত গভীর রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটক আমিনুল ইসলাম বেগুনবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও একই গ্রামের পাথারুর ছেলে।
ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মখলেসুর রহমানসহ স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থদের জন্য বরাদ্দ করা সরকারি চাল গভীর রাতে বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের পাশের গোডাউন থেকে ট্রাক্টরে করে অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা করছিলেন আমিনুল। ট্রাক্টর চলাচলের শব্দ শুনে স্থানীয় নাইট গার্ডসহ কয়েকজন বাসিন্দা ট্রাক্টরটি আটক করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও উত্তেজিত জনতা আমিনুল ইসলামকে হাতেনাতে আটক করেন এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
চাল চুরির কথা স্বীকার করে আমিনুল ইসলাম জানান, চাল চুরির সাথে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াদুদ হাসান, সাধারণ সম্পাদক নুরুল আমিন , কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল ও স্থানীয় বাসিন্দা সুলতান সম্পৃক্ত ছিলেন।
সদর থানার ওসি শহিদুর রহমান জানান, চাল চুরির ঘটনায় চালসহ একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে মামলা দেয়া হবে। অন্যথায় জিডি অনুযায়ি আদালত ব্যাবস্থা নেবেন।
সরকারি চাল চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা ইউএনও মো. খাইরুল ইসলাম।