• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামে সংবাদ তা সঠিক নয়: প্রধান উপদেষ্টার প্রেস উইং

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫
‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামে সংবাদ তা সঠিক নয়: প্রধান উপদেষ্টার প্রেস উইং

‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে যে তথ্য প্রকাশিত, তা সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট-চেকিং।

প্রেস উইং ফ্যাক্ট-চেকিং জানায়, ‌সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এই খবরটিতে একটি ফেসবুক পোস্টকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ওই ফেসবুক পোস্টে দীর্ঘ দিনের পুরোনো খবরের বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ঘটনাগুলো ‘৬৫ ঘণ্টার’ বলে দাবি করা হয়েছে, যা সত্য নয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ নিয়ে অতিরঞ্জিত তথ্য, মিথ্যা পরিসংখ্যান প্রচার করা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত; এটি জনমনে বিভ্রান্তির উদ্রেক ঘটায়। দেশে সংগঠিত প্রতিটি ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।