নরসিংদী সদর উপজেলার একটি টেক্সটাইলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন কার্যালয়ের পাশে মরিয়ম টেক্সটাইলে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রাফি এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিমুল মোহাম্মদ বলেন, খবর পেয়ে দুপুর ১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে নরসিংদীর তিনটি ও মাধবদী উপজেলা সার্ভিসের দুটি ইউনিট যুক্ত হয়।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।