• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২০, ২০১৮

জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ক্রিকেট প্রতিযোগীতার ফাইনাল খেলা শেষ হয়েছে। গত শুক্রবার বিকেলে নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেঘনা ফাইটার্সকে ৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয় আর আর সুপার স্টোর। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন রিমন আহমদ এবং ম্যান অব দ্যা সিরিজ হন রায়হান আহমদ।

জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির সভাপতি মেহেদী কাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মৌলা চৌধুরীর পরিচালনায় ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি সমসের বকস, রেজাউল হক রেজু, গোলাম কিবরিয়া মাসুক, রনজিৎ দেবনাথ, অমর দেবনাথ, জাকারিয়া খান শাহীন, কাজী সুমন, শাহীন আহমদ, তোহাব আহমদ সেতু, রিমন আহমদ,বাবুল মিয়া, আবুল হাসনাথ রিপন, কাজী বাবুল, অমর ফারুক, সাইফুল ইসলাম লিটন, জসিম উদ্দিন, আব্দুর রশিদ শাওন, জয়নাল আহমদ, বিন্দু, মুন্না, সুমন আহমদ, শামীম আহমদ, সেলিম মিয়া, মোস্তফা কামাল, আবু সাঈদ প্রমুখ। বিজ্ঞপ্তি