বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুকি চিন ন্যাশনাল ফন্টের (কেএনএফ) তিন সদস্য নিহত হয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএফের গোপন আস্তানায় অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সন্ত্রাসী নিহত হয়েছেন।