দেশের সব সরকারি ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।
রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর ছাত্ররা কলেজ থেকে বের হয়ে রাজধানীর আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের দাবি, চলমান লটারি পদ্ধতি বাতিল করতে হবে। লটারির ভিত্তিতে ভর্তির প্রথা অনেক ধরে চলে আসছে। যার ফলে মেধা থাকা স্বত্বেও শিক্ষার্থীরাও কলেজটিতে পড়ার সুযোগ পাচ্ছেন না। তাই সেই প্রথা আর চান না তারা।
শিক্ষার্থীরা বলেন, ভর্তি পরীক্ষা চালু করে করতে হবে। লটারি পদ্ধতি হওয়ার কারণে নানা সময় আমরা বৈষম্যের শিকার হই। তাই এই পদ্ধতি বাতিল চাই আমরা। পরীক্ষার মাধ্যমে অথবা মেধা যাচাইয়ের ভিত্তিতে কলেজে ভর্তি করা হোক।
জানা গেছে, ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে কয়েকবার আলোচনায় বসে কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়। তবে এসব তোয়াক্কা না করে কলেজের গেট ভেঙে শিক্ষার্থীরা গণভবনের সামনে সড়কে অবস্থান নেন। এতে সড়কে দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাধ্য হয়ে অনেক যাত্রী হেঁটেই গন্তব্যে যান।