• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

‘সেখ বশিরকে উপদেষ্টা করে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে’

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪
‘সেখ বশিরকে উপদেষ্টা করে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে’

শিল্পপতি সেখ বশিরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করে আন্দোলনে নিহতদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় উপদেষ্টা হিসেবে সেখ বশির শপথ নেয়ার পর যশোরে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এমন অভিযোগ করেন ছাত্র নেতারা।

রাতে শহরের দড়াটানা থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে ভৈরব চত্বরে একটি সমাবেশ হয়। এসময় বিক্ষুব্ধরা দাবি করেন, অভ্যুত্থানের সময় সেখ বশির ছাত্র-জনতার বিপক্ষে ছিলেন। তাই তাকে উপদেষ্টা করে, আন্দোলনে নিহতদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। আন্দোলনকারীরা আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে সফল করতে সব রকম সমর্থন দেবে ছাত্র-জনতা। তবে তাদের কাজ প্রশ্নবিদ্ধ হলে করা হবে প্রতিবাদও।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন তিন উপদেষ্টার শপথ অনুষ্ঠান শেষ হলে সংগঠনটি সেখ বশির উদ্দিনকে উপদেষ্টা করায় বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ। সেখ বসির উদ্দিনের আরেক ভাই সেখ আফিল উদ্দিন বিগত আওয়ামী লীগ সরকারের চার মেয়াদে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য ছিলেন।