• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ৫৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ৫৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

টানা ৫৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস এর শ্রমিকরা।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার পর তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তিনদিন ধরে চলে এই অবরোধ। আজ বেতন পরিশোধের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলেন।

উল্লেখ্য, গত শনিবার থেকে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আসছিলেন।