• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিটি ও পৌরসভায় ফুলটাইম প্রশাসক দেয়া হবে: স্থানীয় সরকার উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪

সিটি করপোরেশন, পৌরসভায় সাময়িক নয়, দীর্ঘমেয়াদে ফুলটাইম প্রশাসক দেয়া হবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ সরকারের মেয়াদও ৪ বছর হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন ৩ বছর মেয়াদ হওয়া উচিত। এই নির্বাচন ৫ বছর করে কোনো লাভ হয়নি। স্থানীয় নির্বাচন যদি ৩ বছর মেয়াদি হয়, তবে বেশি সংখ্যক প্রার্থী এতে অংশ নেবে।

তিনি আরও বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর জন্য ম্যান্ডেট পাওয়া তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় আদালতের ঘাড়ে চাপিয়ে। সংবিধানে কেয়ারটেকার সরকারকে কীভাবে স্থায়ীরুপে দেয়া যায়, সেই পথ কমিশন খুঁজে বের করবে।