কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদে নিজ কার্যালয়ে তার ওপর গুলি চালানো হয়।
এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী বেশ কয়েকটি বাড়িতে লুটপাট, ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান তার নিজের কার্যালয়ে কাজ করছিলেন। এ সময় জানালা দিয়ে তাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কুষ্টিয়ার পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।
চেয়ারম্যান নঈম উদ্দিন এক সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। পরে দীর্ঘদিন তিনি দলীয় রাজনীতি থেকে দূরে ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান হয়েছিলেন তিনি।