• ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বাজারে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেয়ার নির্দেশ অর্থ ও বা‌ণিজ‌্য উপদেষ্টার

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৪
বাজারে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেয়ার নির্দেশ অর্থ ও বা‌ণিজ‌্য উপদেষ্টার

বাজারে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জা‌নিয়েছেন, অর্থ ও বা‌ণিজ‌্য উপদেষ্টা ড. সালেহউ‌দ্দিন আহমেদ।

তিনি বলেন, বাজার কারসাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসকদের বলেছি, বাজারে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

শনিবার (৭ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজমেন্টের সভা শেষে সাংবাদিকদের স‌ঙ্গে আলাপকা‌লে উপ‌দেষ্টা একথা জানান।

উপ‌দেষ্টা আরও বলেন, আস্তে আস্তে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। বাজারে পণ্যের দাম একেবারে যে কমেনি তা কিন্তু নয়। আমরা চেষ্টা করছি কৃষকরা যাতে ন্যায্যমূল্যটা পায়। এ জন্য আমরা কাজ করে যাচ্ছি। ভোক্তার ডিজেকে বাজার মনিটর করতে বলেছি, যাতে করে বাজারমূল্য নিয়ন্ত্রণে আনা যায়। যদিও সে এখন নেই। খুব শিগগিরই ভালো লোক আসবে এখানে। বাজারে চাঁদাবাজি করলে ডিসিরা এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

সিন্ডিকেট ইস্যুতে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শর্ট করে নৌকা একেবারে নাড়ায় দিয়েন না; তাহলে আপনারাও পড়ে যাবেন; আমরাও পড়ে যাব। আস্তে আস্তে করে আমরা নির্দেশ দিচ্ছি সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা লাগবে।