• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গণভবন‌ হবে গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর: উপদেষ্টা না‌হিদ ইসলাম

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৪
গণভবন‌ হবে গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর: উপদেষ্টা না‌হিদ ইসলাম

গণভবন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ স্বৈরাচারী, ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসলে কী পরিণত হয় এবং জনগণই যেসব ক্ষমতার মালিক এ বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটি জাদুঘর বানানো হবে।

শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এমনটা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আরও বলেন, এটি আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি, আমরা কীভাবে দেখতে চাই সেটি বলা হয়েছে।

এ ছাড়াও গণভবনকে জাদুঘর করা নিয়ে ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। রোববা‌রের মধ্যেই হয়তো কমিটি গঠন হয়ে যাবে বলে জানান তিনি।