বি৭১নি ডে : কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার পথে চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় পুলিশের হাতে আটক হয়েছে মোহাম্মদ শফিকুল ইসলাম (৩৬) নামে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) গ্রিন লাইন পরিবহনের চালক। তিনি নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ মিজমিঝি চৌধুরী পাড়ার মৃত নুরু মিয়ার ছেলে। ওই সময় তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে সেই বাসটিও।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজার থেকে দেয়া সোর্সের গোপন খবরের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত দুইটার দিকে সেই শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি লোহাগাড়ায় থামিয়ে তল্লাশি করা হয়। ওই সময় বাসের চালকের আসনের নিচে বিশেষ কৌসুলে লুকিয়ে রাখা চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে চালক শফিকুল ইসলামকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত এসব ইয়াবার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১২ লাখ টাকা বলেও জানান ওসি সাইফুল ইসলাম।
উল্লেখ্য, এর আগে হানিফ, শ্যামলীসহ আরো কয়েকটি পরিবহণের চালক-হেলপার থেকেও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ ও র্যাব।
বি৭১নি/জেএ/বিনিডে