• ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে হত‌্যা মামলায় এবার শেখ হা‌সিনাসহ ৫১ জনের নামে মামলা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪
গোলাপগঞ্জে হত‌্যা মামলায় এবার শেখ হা‌সিনাসহ ৫১ জনের নামে মামলা

সিলেটের গোলাপগঞ্জে বৈষম‌্যবিরোধী আন্দোলনে হত‌্যা মামলায় এবার সদ‌্য পদত‌্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে প্রধান করে ৫১ জনের নামে মামলা করা হয়েছে। শেখ হা‌সিনা ছাড়াও মামলায় আসামী করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (২ সেপ্টেম্বর) সিলেট সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জিস্ট্রেট ২ নং আমলী আদালতে মামলা‌টি করেন গদ ৪ আগস্ট পু‌লিশ, বি‌জি‌বি ও আওয়ামীলীগের গু‌লিতে নিহত উপজেলার শিলঘাট গ্রামের রাজ‌মি‌স্ত্রি সানী আহমদের পিতা মো: কয়ছর আহমদ।

সা‌বেক প্রধানমন্ত্রী ও সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও মামলায় আসামী করা হ‌য়ে‌ছে সা‌বেক এম‌পি নুরুল ইসলাম না‌হিদ, সা‌বেক পৌর মেয়র আ‌মিনুল ইসলাম রা‌বেল, কানাডা আওয়ামীলী‌গের প্রতিষ্ঠাতা সভাপ‌তি সরওয়ার হো‌সেনসহ ৫১ জ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে অজ্ঞাত আরও ৩০/৪০ জ‌নের বিরু‌দ্ধে মামলা ক‌রেন।