বি৭১নি ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে। এবছর প্রতি আসনের পেছনে লড়বে ২১ ভর্তিচ্ছু শিক্ষার্থী। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগে ২ হাজার ২৭৫ আসনের বিপরীতে মোট ৪৮ হাজার ৭১৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে এক হাজার ৯৯৬ জন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ২১ হাজার ২০৮ জন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটে সাত হাজার ১৪৭ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘ডি’ ইউনিটে ১৮ হাজার ৩৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে।
এ হিসেবে প্রতি আসনের পেছনে যুদ্ধ করবে ২১ জন শিক্ষার্থী। এবছর সবচেয়ে বেশি শিক্ষার্থী প্রতিন্দ্বীতা করবে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। এই ইউনিটে প্রতি আসনের পেছনে লড়বে ৩৩ জন শিক্ষার্থী। এছাড়াও মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের প্রতি আসনের পেছনে লড়বে ২০ ভর্তিচ্ছু শিক্ষার্থী। গত ১৫ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি আবেদন গ্রহণ করে কর্তৃপক্ষ।
এবছর প্রথম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী পরীক্ষা পদ্ধতির সাথে লিখিত পরীক্ষা গ্রহণ করবে কর্তৃপক্ষ। সর্বমোট ১২০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর থাকবে (২০+২০= ৪০) ৪০ নম্বর। ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ২০ নম্বরের লিখিত (এক কথায় উত্তর দিতে হবে) পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষা আগামী ৪ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এছাড়াও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব(www.iu.ac.bd) ওয়েব সাইট থেকে জানা যাবে।
বি৭১নি/জেএ/বিনিডে