• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কলকাতায় শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন হিরো আলম

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৮

বি৭১নি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাতারাতি তারকা বনে যাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম এখন কলকাতার সিনেমায় ব্যস্ত সময় পার করছেন। ‘পাখি দ্য ভাইরাস’ নামে কলকাতার সিনেমায় একটি আইটেম গানের শুটিং শেষ হয়েছে। আগামী জানুয়ারিতে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।

হিরো আলম বলিউডের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। একজন বধির ও মূক চরিত্রের জন্য মুম্বাই পরিচালক হিরো আলম হিরো আলমকেই পারফেক্ট মনে করছেন। সেই অনুযায়ী চুক্তিও করেছেন তিনি। এর আগে হিরো আলম ঢালিউডে ‘মার ছক্কা’ নামের একটি ছবিতে কাজ করেছেন।

টালিগঞ্জের এ পূর্ণদৈর্ঘ্য ছবিতে অভিনয় করতে হিরো আলম এখন কলকাতায় অবস্থান করছেন। ছবিটি বিষয়ে তিনি বলেন, ছবির গল্পটা ভালো। আমাকে কেন্দ্র করেই ছবির গল্প তৈরি হয়েছে। রাত থেকে ভোর পর্যন্ত আইটেম গানের শুটিং করেছি। কলকাতার মানুষজন তাকে সমাদর করছে বলেও জানান।

ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ ব্যানার্জি। হিরো আলমের বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সিং। এছাড়া চিন্ময়, পূজা বিশ্বাস, শান্তনা, পাখি ও বাংলাদেশের টাইগার রাজিব ছবিতে অভিনয় করছেন।

বি৭১নি/জেএ/বিনিডে