• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে হত‌্যা মামলা: নাহিদ-এ‌লিম-রাবেল-পাপলুসহ আসামী ৩৫০

bijoy71news
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৪
গোলাপগঞ্জে হত‌্যা মামলা: নাহিদ-এ‌লিম-রাবেল-পাপলুসহ আসামী ৩৫০

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পু‌লিশ-‌বি‌জি‌বি-আওয়ামীলীগের হামলায় হতাহতের ঘটনায় আদাতে মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় সাবেক সংসদ সদস‌্য নুরুল ইসলাম না‌হিদ, সাবেক উপজেলা চেয়ারম‌্যান মঞ্জুর কা‌দির শা‌ফি এ‌লিম, থানার সাবেক ও‌সি মাছুদুল আ‌মিন, সাবেক পৌর মেয়র আ‌মিনুল ইস‌লাম রাবেল ও জাকা‌রিয়া আহমদ পাপলুসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের শীর্ষ নেতাদের নাম রয়েছে।

বৃহস্প‌তিবার (২২ আগস্ট) সিলেট জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আমলি ২ নং আদালতে হত্যা মামলাটি দায়ের করেন গোলাপগঞ্জ উপ‌জেলার রায়গড় গ্রামের বাসিন্দা মনোয়ার মিয়া।

মামলায় প্রধান আসামী করা হয় নুরুল ইসলাম নাহিদকে। এ‌লিম, রাবেল, মাছুদুল আ‌মিন, রাবেল, পাপলু ছাড়াও মামলাটিতে ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে।

উল্লেখ‌্য, হাসিনা সরকার পতনের আগের দিন (৪ আগস্ট) গোলাপগঞ্জ উপ‌জেলাজু‌ড়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ-বিজিবির হামলা-গুলি  এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের হামলায় হতাহতের ঘটনায় এ‌টিই প্রথম মামলা।

এছাড়া, গোলাপগঞ্জ থানায় ২/৩ টি অভে‌যোগ দা‌য়ের করা হ‌লেও কোন মামলা রেকর্ড না হওয়ায় জন্ম‌নে ক্ষোভ বিরাজ কর‌ছে।