• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট কারাগারে কয়েদির ঝুলন্ত মরদেহ, দুই কারারক্ষী বহিষ্কার

bijoy71news
প্রকাশিত জুন ৪, ২০২৪
সিলেট কারাগারে কয়েদির ঝুলন্ত মরদেহ, দুই কারারক্ষী বহিষ্কার

সিলেট কেন্দ্রীয় কারাগারে দুই বছরের সাজাপ্রাপ্ত কয়েদি আত্মহত্যার ঘটনায় দুই কারারক্ষীসহ তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আত্মহত্যাকারী কয়েদির নাম মো. ইউনুস আলী (২২)। তিনি সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার কলীবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে।

কারা উপমহাপরিদর্শক মো. ছগির মিয়া জানিয়েছেন, একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত মো. ইউনুস আলী প্রায় ৬ মাস ধরে কারাগারে ছিলেন। তিনি ‘সিজোফ্রেনিয়া’ রোগে আক্রান্ত ছিলেন। সোমবার (৩ জুন) কারাগারের অভ্যন্তরের একটি ওয়ার্ডে ইউনুস আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ছগির মিয়া বলেন, প্রাথমিকভাবে ইউনুস আলী নিজে ফঁাস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় কারাগারে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী এবং একজন সহকারী হেড ওয়ার্ডকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নিহত ইউনুস আলীর ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহের ময়না তদন্ত এবং আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।